কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।”
বক্তৃতায় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার ধর্মকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, “একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, তারা ধর্ম ব্যবসায়ী। এ দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ৭১ এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে।”
তিনি আরও দাবি করেন, জুলাই–আগস্টের অভ্যুত্থানের সময় সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করেছে এবং ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সালাহউদ্দিন বলেন, “এত রক্তের সিঁড়ি বেয়ে আমরা এখানে এসেছি। যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে।”
বিএনপির ৩১ দফাকে “রাজনীতির একটি মহাকাব্য” উল্লেখ করে তিনি বলেন, “এটি তারেক রহমানের ৩১ দফা।”
তিনি অভিযোগ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ লুটপাট ও গণতন্ত্র হত্যার ইতিহাস রচনা করেছে। তার বক্তব্য অনুযায়ী, বিদেশে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং মেগা প্রকল্পের নামে আরও ২ লাখ ৮০ কোটি টাকা লুট হয়েছে—যা দিয়ে অন্তত ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর উদ্বোধনে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার ১৪টি ইউনিটের ১,৪১৪ জন কাউন্সিলর ও প্রায় ৫,৮০০ জন ডেলিগেট অংশ নেন। সম্মেলন উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠ ও আশপাশের এলাকাজুড়ে লক্ষাধিক নেতাকর্মীর সমাবেশ ঘটে।