ভাঙ্গায় সংসদীয় আসন পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ মাস আগে

ফরিদপুরে সংসদীয় আসন বিন্যাস পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, ফরিদপুরের সংসদীয় আসনের সংখ্যা আগের মতো পাঁচটিই রাখতে হবে। কোনো ইউনিয়নকে একটি আসন থেকে কেটে অন্য আসনে সংযুক্ত করা যাবে না। তারা অভিযোগ করেন, সম্প্রতি নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে তাতে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হাজারো মানুষ মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বাদ দেওয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান।

উল্লেখ্য, ২০১৩ সালে দেশের সংসদীয় আসন পুনর্বিন্যাসের সময় ফরিদপুরের পাঁচটি আসন কমিয়ে চারটি করা হয়েছিল।

error: Content is protected !!