ভারতে তীব্র হচ্ছে শেখ হাসিনার প্রতি ক্ষোভ, বাংলাদেশ ফেরত পাঠানোর দাবিতে মানববন্ধন

লেখক: আন্তর্জাতিক ডেস্ক, ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১ সপ্তাহ আগে


ভারতে ক্রমেই তীব্র হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নাগরিকদের নানা পোস্টে দেখা যাচ্ছে, তারা দাবি তুলেছেন— শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।

ভারতের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই এ দাবিকে কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। ফেসবুক ও এক্স-এ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে প্ল্যাকার্ড নিয়ে লোকজন সমবেত হয়েছেন এবং আওয়াজ তুলছেন “বাংলাদেশের সমস্যার দায় ভারত নেবে না, তাকে নিজ দেশে ফেরত পাঠাও।”

ভারতীয় নাগরিকদের পোস্টে অভিযোগ করা হচ্ছে, শেখ হাসিনার কারণে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। অনেকেই লিখেছেন, “ভারতের মাটিতে তাকে রাখা মানেই জনগণের করের টাকার অপচয়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্ট ভাইরাল হওয়ায় বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতীয় নাগরিকদের এ ক্ষোভ দেখাচ্ছে— বিষয়টি আর শুধু কূটনৈতিক নয়, বরং জনমতেও রূপ নিচ্ছে।

error: Content is protected !!