চরভদ্রাসনে যুবলীগ নেতা দিপু খালাসীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

লেখক: ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনজুরুল হায়াত দিপু খালাসীকে চরভদ্রাসন থানার মামলা নং ০৩-এর গ্রেফতারের ৬ দিনের পর একদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বুধবার, ২০ আগস্ট, ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিচারক নাসিম মাহমুদ তার রিমান্ড অনুমোদন করেন।

চরভদ্রাসন থানার তদন্ত কর্মকর্তা এস আই ফরহাদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানির পর আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার আসামী মনজুরুল হায়াত দিপু খালাসীকে চরভদ্রাসন থানায় একদিনের রিমান্ডের জন্য আনা হয়।

থানা সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানায় গত ১৪ ও ১৫ আগস্টের মধ্যে আমিরের ব্রিজ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করে নাশকতার চেষ্টায় লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দিপু খালাসীকে গ্রেফতার করে।

এই মামলার পর, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮/৯/১১/১৩ ধারায় মামলা নং ৩ দায়ের করেন।

error: Content is protected !!