সজল হাওলাদার, ফরিদপুর থেকে:
ফরিদপুরের সদরপুর উপজেলায় দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ৫নং ভাষানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে চর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেলে জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আব্দুর রউফ খানের নিজ বাড়িতে অতিথিদের নিয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার পর একটি বিশাল মিছিল নিয়ে সবাই অনুষ্ঠানস্থলে যোগ দেন।
দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাফফার হোসেন (মাস্টার) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন
উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান (বদু)
সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুল হক মজনু মুন্সি
জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রউফ খান
ফরিদপুর সদর উপজেলার সার্বেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাজবীর
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত