ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করেছে বাংলাদেশ পুলিশ। নির্বাচনকালীন দায়িত্ব পালনকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদার করতে প্রথমবারের মতো লটারিভিত্তিক এই পদায়ন সম্পন্ন করা হয়।
গত শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) থেকে নবনিযুক্ত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান শুরু করেছেন।
জানা যায়, লটারি আয়োজনের আগে বিভিন্ন ইউনিট প্রধানদের কাছ থেকে বিএনপি এবং ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিয়োগ পাওয়া ব্যাচগুলোর মধ্য থেকে সৎ, নিরপেক্ষ ও পেশাদার পুলিশ পরিদর্শকদের নামের তালিকা সংগ্রহ করা হয়। পরে এসব তালিকা যাচাই-বাছাই করে লটারির মাধ্যমে নতুন ওসিদের প্রস্তাবিত তালিকা চূড়ান্ত করা হয়।
পদায়ন প্রক্রিয়ায় ৮০ শতাংশ কর্মকর্তা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট রেঞ্জের অভ্যন্তর থেকে এবং বাকি ২০ শতাংশ কর্মকর্তা আনা হয়েছে অন্যান্য রেঞ্জ থেকে। স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে এই প্রক্রিয়াকে পুলিশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত