স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে চলমান উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিকে, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ও বাঙালি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের সিঙ্গিনালায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তিনজন যুবকের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন অষ্টম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।
ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র জনতা ২৪ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ করে। পরদিন (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলায় আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে জেলার ভেতরে ও বাইরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সাজেক ভ্রমণে যাওয়া প্রায় দুই হাজার এবং রাঙামাটি শহরে সহশ্রাধিক পর্যটক আটকা পড়েন।
সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় শনিবার থেকে খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পরিবহন বন্ধ থাকায় জেলার বাইরে যাতায়াতও প্রায় অচল হয়ে পড়েছে।