বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা

লেখক: নিউজ ডেস্কঃ
প্রকাশ: ১ মাস আগে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও গভীর করবে, যা উভয় দেশের পাশাপাশি বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে।

বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের উন্নয়নে চীনের দীর্ঘস্থায়ী আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চীনের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন ও দারিদ্র্য বিমোচনে অর্জিত সাফল্যের প্রশংসা করেন এবং বলেন, চীন বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অনুষ্ঠানে বলেন, চীন সর্বদা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করবে। তিনি আরও জানান, চীন বাংলাদেশকে আধুনিকীকরণের যাত্রায় সহায়তা করতে প্রস্তুত।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনীতিক, শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ৬০০-র বেশি অতিথি উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় চীনা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। এছাড়া বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্নার ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

error: Content is protected !!