দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহতাআলার হাবীব প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমন দিবস ঈদে আজম উদযাপন উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ ও সালাতুসালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ / ১২ই রবিউল আওয়াল ১৪৪৭ হিজরি) সকালে রাজধানীর ঢাকা প্রেস ক্লাব সম্মুখে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভা শেষে বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে ঐতিহ্যবাহী শোকরিয়া আনন্দ জুলুস বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে গিয়ে সালাতুসালাম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
তিনি বলেন, “ঈদে আজম হলো মানবজাতির সর্বশ্রেষ্ঠ দিবস। দয়াময় আল্লাহতাআলার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের শুভাগমনই সমগ্র মানবতার জন্য দোজাহানের দিশা ও কল্যাণের আলো।”
ঐতিহ্যবাহী এই ধর্মীয় জুলুসে সম্মানিত পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ অসংখ্য ভক্ত-অনুরাগী অংশ নেন। এতে বিপুল সংখ্যক নারীও উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য দিকসমূহঃ
রাজধানীতে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা।
আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে শোকরিয়া আনন্দ জুলুস।
প্রেস ক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে সমাপ্তি।
সালাতুসালাম ও বিশেষ মোনাজাতে শান্তি, মানবকল্যাণ ও দোআ প্রার্থনা।