ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: গোয়েন লুইস

লেখক: নিউজ ডেস্কঃ
প্রকাশ: ৬ দিন আগে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সম্পূর্ণরূপে সমর্থন করে। তিনি এটিকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে সহায়তা প্রদানের ক্ষেত্রে জাতিসংঘের চলমান প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। পাশাপাশি একটি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের বর্ধিত সহায়তার পথ অনুসন্ধান করা হয়।

এ সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন এবং চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তা জোরদার করতে টেকসই আন্তর্জাতিক সংহতি এবং বাড়তি সহায়তা এখন জরুরি।

গোয়েন লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাতিসংঘ সব সময় বাংলাদেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পথে পাশে থাকবে।

error: Content is protected !!