এসআই সাজ্জাদ-উজ-জামানের জামিনে প্রশ্ন, শহীদ পরিবারের ক্ষোভ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদ-উজ-জামান হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে। গত ২০ মে হাইকোর্টের একটি বেঞ্চ থেকে তিনি ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

রাষ্ট্রপক্ষ জানায়, এ জামিনের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করা হয়েছে এবং আজ বুধবার এ বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযোগ রয়েছে, গত বছরের ২০ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় সাজ্জাদ-উজ-জামানের নাম উঠে আসে। শহীদ ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে দাবি করেন, গুলিবর্ষণের প্রথম ঘটনায় অভিযুক্ত ছিলেন এই পুলিশ কর্মকর্তা। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শহীদ পরিবারের একাংশ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, হত্যাকাণ্ডের মামলার আসামি জামিন পাওয়ায় তারা হতাশ। তারা বলেন, “আমরা ন্যায়বিচার চাই।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আইন উপদেষ্টার দায়িত্ব নিয়ে সমালোচনার কথাও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, আইন উপদেষ্টার কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

(দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রকাশিত। অভিযুক্তদের বক্তব্য পেলে তা সংযুক্ত করা হবে।)

error: Content is protected !!